৯ বছর আগে স্বামীকে হারিয়েছিলেন, এবার ছেলেকেও হারালেন—এ যেন এক মায়ের জীবনের সবচেয়ে নির্মম অধ্যায়। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের খুরশিদা বেগমের বড় ছেলে মুমিনুল ইসলাম (১৬) নৃশংসভাবে খুন হয়েছেন।
স্বামী হারানোর পর দুই সন্তানকে নিয়ে কঠিন লড়াই শুরু করেছিলেন বিধবা খুরশিদা। মানুষের বাসায় কাজ করে ছেলেদের মানুষ করার স্বপ্ন দেখছিলেন তিনি। মুমিনুল ছিল পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার মা চেয়েছিলেন পরীক্ষা শেষে ছেলেকে বিদেশ পাঠিয়ে স্বাবলম্বী করবেন। কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই অপূর্ণ কষ্টের গল্প।
গত ৬ ফেব্রুয়ারি, বন্ধুদের সঙ্গে মাদ্রাসার সভায় ঘুরতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয় মুমিন। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খুরশিদা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। কিন্তু হত্যার ১০ দিন পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়ায় আশানুরূপ অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন পরিবার ও এলাকাবাসী।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কেকে/এএম