জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের চাঁদপুর এলাকার বৃদ্ধ জহরুল ইসলাম খান (৭০) আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
গত ৮ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে, নিজ বাড়িতে তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহানোর সময় তার পরনের পোশাকে আগুন লেগে যায়। এতে তিনি ৩৭% পুড়ে যান।
পরিবারের সদস্যরা জানান, তিনি একটি পাতিলে কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। অসাবধানতাবশত পোশাকে আগুন ধরে গেলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জহরুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম খান জানান, তার বাবা জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে চলে গেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম