কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই বাজার সংলগ্ন মঙ্গলমুড়া গ্রামের মৃত মাষ্টার কলিম উল্ল্যাহ ওয়ারিশগন দীর্ঘ ৭ বছর পর ৩০ শতক জায়গা দখল ফিরে পেলেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা জর্জ কোর্টের ভারপ্রাপ্ত নাজির বিল্লাল হোসেন সহ সার্ভে- কমিশনার আবদুল মতিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কুমিল্লা জেলার (সাবেক কোতোয়ালি) হালে সদর দক্ষিণ উপজেলার ছনগাঁও মৌজায় সিএস ৪৪, আরএস ৪৭, বিএস ১৪৯ নং খতিয়ানে অন্তর্ভুক্ত সাবেক ৩৮২/৫ দাগে ২০৩ শতক আন্দরে মধ্যাংশে হালে ৯৪৪ দাগে উত্তর - দক্ষিণে লম্বালম্বি ৩০ শতক ভূমি মাত্র।
যাহার উত্তরে সুরুজ মিয়া,দক্ষিণে সুন্দর আলী,পূর্বে আবুল হাসেম, পশ্চিমে হুমায়ুন গং। মোকাম কুমিল্লা বিজ্ঞ সদর থানা সিনিয়র সহকারী জর্জ আদালতে বাদী ১) মরিয়ম বেগম, পতি মৃত মোঃ কলিম উল্লাহ, ২) শহিদুল্লাহ ৩) আহছান উল্লাহ, ৪) আনোয়ার উল্লাহ সর্ব পিতা মৃত মোঃ কলিম উল্লাহ (মঙ্গলমুড়া), ৫) শিরিনা আক্তার পতি আবদুল মান্নান (রামচন্দ্রপুর), ৬) নাজমা আক্তার পতি আবদুল হান্নান ( চাঁদপুর), ৭) রোকসানা আক্তার পতি জাফর আহমেদ (নিশ্চিন্তপুর) ,৮)জহুরা বেগম পতি মমতাজ উদ্দিন (মঙ্গলমুড়া),৯)সালেহা আক্তার পতি মোসলেহ উদ্দিন ১০) মনির হোসেন, ১১) ফেরদৌসি আক্তার, ১২) বকুল আক্তার, ১৩) রুমা আক্তার সর্ব পিতা মোসলেহ উদ্দিন ( শিবপুর),১৪) সানা উল্লাহ, ১৫) শাহাবুদ্দীন উভয়ের পিতা মৃত ছিদ্দিকুর রহমান ( শিবপুর) বাদীগন ২৫ /০১/২০২২ সালে কুমিল্লা দেওয়ানী মামলা দায়ের করেন। যার দেওয়ানী মোকদ্দমা নং- ৪২/২০২২ ইং বা মামলা নাম্বার ৬/২০২৪ ইং ।বিবাদীগন হলেন ১) রুহুল আমিন পিতা মৃত আনছর আলী (ছনগাঁও),২) বাবুল মিয়া, ৩) মোঃ ইসমাঈল, ৪) আবু তাহের, ৫) মোঃ ইমাম হোসেন,৬) মোঃ ইয়াকুব সর্ব পিতা মোঃ রুহুল আমিন,৭) আমির হোসেন পিতা মৃত লাল মিয়া, ছনগাঁও তাদের বিরুদ্ধে বিজ্ঞ দেওয়ানী আদালত পরওয়ানা জারি করেন ০৪/০২/২০২৫ ইং তারিখে।
উক্ত দেওয়ানী আদালত পরওয়ানা জারী কার্যকর করতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকের উপস্থিত ৩০ শতক জমির চার কোনায় লাল নিশানা উড়িয়ে, ডাক ঢোল বাজিয়ে বাদীগনকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
কেকে/এআর