তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হচ্ছে দুপুরে। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা।
এ কর্মসূচির মাধ্যমে তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তী সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’। কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে তিস্তা পাড়ে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে তারা।
৫ জেলার ১১টি পয়েন্টে তিস্তা নদীর বুকে কর্মসূচি পালিত হবে। সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা, রাত যাপন এবং খাবার তৈরি ও পরিবেশনের জন্য বড় বড় প্যান্ডেল তৈরি করা হয়েছ।
‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বলেন, ‘তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। এটি রংপুর বাসীর আন্দোলন। এই আন্দোলন জনদাবিতে পরিণত হওয়ায় এতে তিস্তা পাড়ের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঙ্গলবার সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার তিস্তা পাড়ের সমাবেশে বক্তব্য দেবেন। রাজারহাট উপজেলার তিস্তা নদীর বুড়িরহাট এলাকায় দুপুর ২টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত থাকবেন।
কেকে/এএস