সিরাজগঞ্জের উল্লাপাড়ার জালশুকা গ্রামে অগ্নিকাণ্ডে ১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আসবাবপত্রসহ প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত গরিবউল্লাহর ছেলে আক্কেল আলীর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে পূর্ব শত্রুতার জের ধরে অথবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কি না কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আক্কেল আলীর বাড়ির বসতঘরে আগুন লাগে রাত সাড়ে ১০টার দিকে। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও, মুহূর্তের মধ্যে পুরো ঘরটি আগুনে পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় কেউই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস