ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব হচ্ছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে। এ সময় ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, সেক্রেটারি আব্দুর রাকিব ও কলেজ শাখার সভাপতি ডিএম নওফেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সেক্রেটারি আব্দুর রাকিব বলেন, দীর্ঘদিন থেকে ছাত্রশিবিরকে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। জঙ্গিবাদ আখ্যা দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। আমাদের নিজেদের জানান দিতে আমরা সক্রিয় রয়েছি। আমরা আমাদের
আদর্শিক প্রকাশ করছি।
ইসলামী ছাত্রশিবির(আইসিএস) প্রকাশনা অন্তত ৩০০টি বই রয়েছে। যেখানে কর্মী, সাথী ও সদস্য সিলেবাস স্থান পেয়েছে।
প্রকাশনা উৎসবে রিডিং কর্নার রয়েছে। যেখানে শিক্ষার্থীরা স্টলে থাকা বই নিজেদের পছন্দমতো পড়তে পারছে।
কেকে/এএস