শেরপুরের নালিতাবাড়ীতে ৬০ বোতল ফেনসিডিলসহ রনিলা কোচ নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার গভীর রাতে উপজেলার আন্ধারুপাড়া খলচান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রনিলা কোচ উপজেলার উত্তর আন্ধারুপাড়া গ্রামের নেপাল বিশ্বাসের স্ত্রী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া খলচান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় রনিলা কোচকে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত মাদক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএস