জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার সময় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের ২য় শিফটের পরীক্ষা চলাকালীন বিজনেস ফ্যাকাল্টি থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভূমি। পিতার নাম নয়ন দত্ত এবং গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা।
এ সময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি আটক পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, জাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার শেষদিন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে পরীক্ষা চলাকালীন সময়ে একজন ছাত্রী পরীক্ষার হলে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোবাইল নিয়ে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে বাইরে একজনকে সেন্ড করেন। এমন সময় আমাদের কর্তব্য পরিদর্শক তাকে মোবাইলসহ ধরে ফলে এবং প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে। আমরা ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে মামলা করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
তিনি আরো বলেন, মোবাইল কোর্ট না থাকায় ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা হবে।
কেকে/এএম