আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
আফগানিস্তান সিরিজের দলে নেই সাকিব। ১৫ সদস্যের স্কোয়াডে চমক আছে বেশ কয়েকটা। দলে নেই টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে ফেরানো হয়েছে। এছাড়া গতি তারকা নাহিদ রানাকেও প্রথমবারের মত ডাকা হয়েছে ওয়ানডে স্কোয়াডে।
ওপেনিংয়ে ফিরেছেন সৌম্য সরকার। সাথে তানজিদ হাসান তামিম এবং জাকির হাসানকে নেওয়া হয়েছে দলে। নেই লিটন দাস। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়রা আছেন দলে। রাখা হয়েছে জাকের আলী অনিককেও।
মেহেদী হাসান মিরাজ ছাড়া স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। পেস ইউনিটে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামের সাথে রয়েছেন নাহিদ রানা।
৬, ৯ এবং ১১ নভেম্বর দুবাইয়ে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ।
একনজরে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
কেকে/এজে