ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর উত্তর শাখার নেতারা ছয়টি সংস্কার কমিশনের ঐক্যমত্য বৈঠকের প্রতিক্রিয়ায় বলেছেন, সংস্কার প্রস্তাবগুলোর দ্রুত বাস্তবায়ন দেশের জনগণ দেখতে চায়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে বৈঠকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সকল রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, টেকসই প্রস্তাবনা এবং জাতীয় সমস্যা সমাধানে সক্রিয় মনোভাব জাতিকে আশাবাদী করেছে। তবে মূল লক্ষ্য হওয়া উচিত সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন।
নেতারা আরো বলেন, টেকনিক্যাল পলিসির অজুহাতে সংস্কার বাস্তবায়নে কালক্ষেপণ করা চলবে না। জনগণ যৌক্তিক সময়ের পর আর অপেক্ষা করবে না।
নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সকল নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। তাদের মতে, জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং স্থানীয় পর্যায়ে নতুন ফ্যাসিবাদী গোষ্ঠীর উদ্ভব হতে পারে। এজন্য তারা স্থানীয় নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
কেকে/এএম