কক্সবাজারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে ৫দিন দিন ব্যাপী শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে নানা রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতিকুর রহমান।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হাজ্বী বশিরুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রজ্জাক, প্রতিষ্ঠাতা সদস্য এবিএম সাকের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত নুরুল কবিরের সুযোগ্য সন্তান সাইফুল কাদের সোহেলসহ বিদ্যালয়ের দাতা সদস্য, বর্তমান এডহক কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
উদ্বোধন পরবর্তী বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ বিশেষ বিভিন্ন হাউজে ভাগ হয়ে পৃথক পৃথক ভাবে হাউজ ভিত্তিক মনোমুগ্ধকর নানা ধরণের ডিসপ্লে প্রদর্শন করেন।
কেকে/ এমএস