কুষ্টিয়ায় বিভিন্ন সময় উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে দশটায় উপজেলার মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
এসব মাদকের মধ্যে ছিল ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল আইস ম্যাথ, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিড়িসহ নানা জাতের মাদক। বিজিবির পক্ষ থেকে জানানো হয় গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক আটক করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা বলে বিজিবি জানায়।
এ সময় বিজেবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মাহবুব মুর্শেদ রহমানসহ বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস