সোমবার সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট স্টেশন থেকে ছাড়ার কথা ছিল কালনী এক্সপ্রেস ট্রেন। কিন্তু ট্রেনের চালক ঘুমে তাই যাত্রীদের কন্ট্রোল রুম থেকে জানানো হল সকাল ১০টায় চালক ঘুম থেকে উঠার পর ট্রেন ছাড়া হবে। এই কথা শুনে যাত্রীরা অনেক ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। পরে যাত্রীদের তোপের মুখে সকাল সাড়ে ৮টায় কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে সিলেট স্টেশন ছেড়ে যায়। চালকের এই দায়িত্বহীনতায় ক্ষিপ্ত হয়ে উঠেন কালনী এক্সপ্রেসের যাত্রীরা।
নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় বেশ কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে কন্ট্রোল রুমে গিয়ে জিজ্ঞেস করেন কেন ট্রেন ছাড়ছে না। তখন কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ব্যক্তি যাত্রীদের জানান ট্রেনের চালক ঘুমে । চালক ঘুম থেকে ১০টায় উঠবেন এরপর ট্রেন ছাড়া হবে।
এদিকে, এই ঘটনায় ট্রেনের এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ দেন। সিলেট রেল স্টেশন থেকে আলীম উদ্দিন রানা নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভের মাধ্যমে বিস্তারিত জানান। লাইভে দেখা যায়, তিনিসহ অন্যান্য যাত্রীরা কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করছেন ট্রেন দেড়িতে ছাড়ার কারণ। তখন কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ব্যক্তি জানান চালক ঘুমে। এরপর ট্রেন থেকে অন্যান্য যাত্রীরা নেমে এসে কন্ট্রোল রুমের পাশে হট্টগোল শুরু করেন।
কালনী এক্সপ্রেসের যাত্রী রনজিত সিংহ বলেন, সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা। কিন্তু যখন ৭টা বেজে গেল তখন ট্রেন থেকে নেমে আমিসহ বেশ কয়েকজন যাত্রী কন্ট্রোলরুমে গিয়ে জিজ্ঞেস করলাম কেন ট্রেন ছাড়ছে না। তখন আমাদেরকে বলা হলো চালক ঘুমে তাই ট্রেন ১০টায় ছাড়বে। এই কথা শুনে কন্ট্রোল রুমে থাকা যাত্রীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর প্রায় দুইঘন্টা যাত্রীদের হট্টগোল চলে। পরবর্তীতে যাত্রীদের তোপের মুখে সকাল সাড়ে আটটায় ট্রেনের চালকের ঘুম ভাঙার পর ট্রেন ছাড়ে।
এ ব্যাপারে জানতে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলামের মোবাইলফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
কেকে/ এমএস