শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন ৩০ নম্বর পিলার এলাকায় পদ্মা সেতুর উপর বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি ) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে চলার সময় সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য শিবচরের পাঁচ্চরে একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় অন্য সকল যাত্রীরা দ্রুতগতির বাস চালকের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম জানান, আমাদের টিম দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা লাচাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানতে পারিনি। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম