কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের উদ্যোগে কুমিল্লার জনপ্রিয় মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) কুমিল্লা শহরের তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির ৩ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আয়োজন আরো বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধা বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম কেন্দ্রীয় আহবায়ক সিদ্দিক আহমদ ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান মু. নোমান হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান হাসান আহমেদ।
মেধা বৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন- কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের পরিচালক ডা. কাজী আকিব আব্দুল্লাহ, নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন জারিফ।
কেকে/এজে