পাবনার আটঘরিয়া বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাফিজ কামাল (২৭) নামক এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে রাত সাড়ে আটটার দিকে আটঘরিয়া বাজার।
নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রোস্তমপুর গ্রামে মৃত নাজমুল হুদার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, আটঘরিয়া বাজারের মুদি দোকান আমানত আলীর ছেলে জাহিদ নাফিজ কামাল এর কাছ থেকে দোকান বাকি ১০ হাজার টাকা চায়।
কিন্তু পূর্ব পরিকল্পিত ভাবে রাত সাড়ে আটটার দিকে ১৫-২০ মোটরসাইকেল যোগে আটঘরিয়া বাজারে এসে নাফিজ কামালকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে বাজারের দোকানদাররা গুরুত্বর আহত অবস্থায় নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে এই হত্যা কান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
কেকে/ এমএস