ঢাকার ধামরাইয়ে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয় নামে এক শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত রমিজুর রহমান রোমা সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদলের সাবেক নেতা।
স্থানীয়রা জানায়, গত রোববার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়টির আ্যাডহক কমিটি গঠন সভা চলছিল। ১৫-২০টি মোটরসাইকেল ও কয়েকটি প্রাইভেটকারসহ একদল লোকজন নিয়ে রমিজুর রহমান সেখানে উপস্থিত হন। একপর্যায়ে স্থানীয়রা তাতে বাঁধা দেন। এতে স্থানীয়দের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান ওই ইউপি চেয়ারম্যান। একপর্যায়ে তিনি স্থানীয় এক তরুণকে চড়থাপ্পড় দেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করলে রমিজুর রহমান বিদ্যালয় ত্যাগ করেন।
এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য বেনজির আহমদের সঙ্গে যোগসাজশে নির্বাচনে অংশ নেন রমিজুর রহমান। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বেনজির আহমদের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেন।
সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফটো মিয়া বলেন, একচ্ছত্রভাবে রমিজুর রহমান বিদ্যালয় কমিটির সভাপতি হতে চেয়েছিলো। এলাকাবাসী তাতে বাধা দেয়। সে নিজেকে বিএনপি নেতা দাবি করলেও আদতে ছিল আওয়ামী লীগের সঙ্গী। এখন সে নিজে ও তার লোকজনকে নানা জায়গায় আসীন করার চেষ্টা করছে। এলাকাবাসী তাকে বাধা দিয়েছে।
মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামসুল হক বলেন, কমিটি গঠনের সভা ছিল। সেখানে গণ্ডগোল হয়েছে। তবে কেন বা কারা এতে জড়িত সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, বিএনপিতে তার কোনো পদবি নেই। যুবদলে পদবি ছিল। তিনি বেনজির আহমদের সঙ্গে বক্তব্য দিয়েছে। কোনো আন্দোলনেও ছিল না। তার কোনো দায় বিএনপির নয়।
এ বিষয়ে রমিজুর রহমান চৌধুরী রোমা বলেন, কমিটি হওয়ার কথা ছিল। সেখানে তর্ক বির্তক হয়েছে। আমরা গেছিলাম, বলছি ভালো লোক দিয়ে কমিটি করেন। এইতো।
কেকে/এআর