৯৭ বোতল ফেনসিডিলসহ নারী আটক
আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০২ পিএম (ভিজিটর : ২৪৭)

ছবি: খোলা কাগজ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক নারী লতিফা বেগম (৪২) পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর বেপারীর মেয়ে। সে তার ঘরের মধ্যে আলমারিতে এ সমস্ত ফেনসিডিল রেখে বিক্রি করছিল।
পুলিশ জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে তার ঘরের আলমারির তালা খুলে এ সমস্ত মাদক পুলিশকে দেখায় সে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারির তালা খুলে ফেনসিডিল নিজ হাতে বাহির করিয়া দেয়।
মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
কেকে/এএস