চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির দুই স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়কে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-রামগড় সড়কের দাঁতমারা ইউনিয়নের বটতলি এবং দাঁতমারা বাজারের উত্তর মোড়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুজপুর থানার ওসি মাহবুবুল হক। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।’
প্রত্যক্ষদর্শী যুবদল নেতা আব্দুল কাদের বলেন, ‘আমি ভোর ছয়টায় বাজারে যাওয়ার সময় দেখি বটতলি নামক স্থানে তোশক এবং গাছের গুঁড়ি জ্বলছে, গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি দাবি করেন আওয়ামী লীগের অনুসারীরা পরিস্থিতি অশান্ত করতে তারা এ ধরনের অপকর্ম করছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী বলেন, ‘ফটিকছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর অবনতি হয়েছে, তা না হলে আওয়ামী লীগ সমর্থিত লোকজন এভাবে পুলিশ ফাঁড়ির পাশে আগুন দেওয়া সম্ভব হতো না। বিষয়টি প্রশাসনকে জানালে তারা সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে আসে।’
কেকে/এএস