‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হলো দুই দিনব্যাপী পিঠা উৎসব।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গণে জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব ) এস, এম, হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আবদুল করিম, জেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা আব্দুচ সালাম আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবাব আলী, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এ সময় মেলায় উপস্থিত ছিলেন।
এ বারের পিঠা মেলার স্টলগুলোতে পার্বত্য এলাকার বিভিন্ন পাহাড়ের জুমে উৎপাদিত চাউল দিয়ে তৈরি বাঁশের পিঠা, গুলগুলি পিঠা, জালি পিঠা, তেলে ভাজা পিঠা, ভাপা পিঠা, কলা পাতার পিঠাসহ হরেক রকমের পিঠা তৈরি করে পরিবেশন করা হয় এবং নতুন প্রজন্মকে পিঠার সঙ্গে পরিচিতি করার পাশাপাশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কাছে সুলভমূল্যে এই পিঠা বিক্রি করা হয়।
আগামী ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এবারের পিঠা মেলার সমাপ্তি ঘটবে।
কেকে/এএস