চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ড নেতাফকির পাড়া মাঠে মাদার্শা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন বিএনপির কর্মিসভায় মাদার্শা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহমদুল হক সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক।
সভায় আরও বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভা বিএনপি সদস্য সচিব আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক উদ্দিন,চরতী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোহাম্মদ রমজান আলী, মাদার্শা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম,মোহাম্মদ ইব্রাহিম, মার্দাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াহেদুন্নবী সওদাগর, নূরুল ইসলাম, আবু সিকদার, আবদুল মজিদ, আবুল বশর সওদাগর, সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার জেবুন্নেচ্ছা বেগম, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছৈয়দুল হক, সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মোহাম্মদ ইলিয়াস, ফরিদুল আলম, আবদুল মান্নান, পৌরসভা বিএনপির সদস্য ইফতেখার মোস্তফা সম্রাট, জুনায়েদ মাহবুব চৌধুরী, মোহাম্মদ মনছুর, এওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী আকবর, আবদুস সোবহান, আমিনুর রহমান, মোহাম্মদ কছির, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, নাজিম উদ্দিন নাজু, মোহাম্মদ মনজুর আলম, আবু তৈয়ব, মামুনুর রশিদ, মোহাম্মদ জোবাইর, নাজিম উদ্দিন, হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ রাসেল, নাছির উদ্দীন, ইমাম হোসেন, মোহাম্মদ জোনায়েদ, ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আজিমুর রহমান আজিম, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
বক্তরা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রের কাঠামো মেরামতের জন্য ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই সরকারকে ২৫ সালের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব অর্পণ করতে হবে। খুনি হাসিনা ফ্যাসিস্ট শক্তির মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতারের জোর দাবি জানান।
কেকে/এএস