আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আমরা আশা করবো ভবিষ্যতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক আমাদের প্রশাসন ক্যাডারের যে অসম সম্ভবনা রয়েছে সেটাকে জনগণের নিপীরণে কাজে না লাগিয়ে সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। এটাই আমার প্রত্যাশা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের আইন, বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত পঞ্চম কার্য-অধিবেশন শেষে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ডিসিদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল আওয়ামী লীগ। বিগত সরকারের আমলে দেশের সবচেয়ে মেধাবি ডিসিরা কাজ করেছেন। রাষ্ট্রের এতোবড় একটি রিসোর্সকে জনগণকে নিপিড়ন করার জন্য ও তাদের অপকর্ম জায়েজের জন্য ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার।
আসিফ নজরুল বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) জনগণের সেবা আর কল্যাণ ছাড়া তাদের আর কোনো কাজ নেই। তাদেরকে বিবেক, সংবিধান ও আইন অনুযায়ী চলার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, আমরা তাদেরকে জানিয়েছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে। যেমন সরকারের অনেক মামলা থাকে, মামলার ক্ষেত্রে আমাদের যে উইং থাকে সেখানে তারা কী কী পদক্ষেপ নিয়েছে সেটা বলেছি। একই সঙ্গে তাদের ডিসি অফিসে যে আদালত রয়েছে সেখানে স্থান সংকুলানের সমস্যা সেটা নিয়ে কী করা যায় সে কথা বলেছি।
কেকে/এআর