কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মোছা. নুহা (১০) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছাঃ নুহা দক্ষিণ গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
কেকে/এএস