জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে ‘বর্তমান বিশ্বের মার্কেটিং’ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অতিথি বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সিরাজুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইমরানুল হক।
ড. সিরাজুল হক বলেন, মার্কেটিং আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি ছাড়া ব্যবসা কল্পনাও করা যায় না। মার্কেটিংয়ে দক্ষতা অর্জন বর্তমান বিশ্বে এগিয়ে যাওয়ার অন্যতম চাবিকাঠি।
ড. ইমরানুল হক বলেন, ব্যবসায়িক জগতে টিকে থাকার জন্য সৃজনশীল ও কার্যকর মার্কেটিং কৌশল অপরিহার্য। ক্রেতার মনস্তত্ত্ব বুঝে সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছানো সাফল্যের অন্যতম শর্ত।
কর্মশালায় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেনসহ বিভাগের প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা, মাহমুদা আক্তার ও সুমনা আক্তার সুমি উপস্থিত ছিলেন।
এ ছাড়া মার্কেটিংসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন। কর্মশালার শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা উদ্দীপনার সঙ্গে অংশ নেন এবং আলোচকদের কাছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পান। কর্মশালার সমাপ্তি ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোমেন।
কেকে/এএম