বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় একটি মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সামরিক বাহিনীর বম্ব ডিসপোজাল টিমের সদস্যরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ড এর তুমব্রু বিওপির সামনে খালের পাশে নিরাপদ স্থানে রামু ক্যান্টনমেন্টে কর্মরত ক্যাপ্টেন জিন্নাত আলমের নেতৃত্বে একটি বোমা ডিসপোজাল টিমের সদস্যরা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারে মো. জাহাঙ্গীর (১০) নামে এক কিশোর অবিস্ফোরিত একটি মর্টার শেল হাতে নিয়ে বাজারে বিক্রি করতে যায়, পরে সংবাদ পেয়ে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেয় পুলিশের সদস্যরা।
কেকে/এএস