শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
ফিচার
বইয়ের কথা ছড়িয়ে দেয় যে তরুণ
আল মাহমুদ অপু
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৭ পিএম আপডেট: ১৮.০২.২০২৫ ৫:১৫ পিএম  (ভিজিটর : ১৩৭)
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ

বই এক বিশাল জগত, যেখানে হারিয়ে যাওয়া যায়, আবার নিজেকে নতুন করে খুঁজেও পাওয়া যায়। বই আমাদের কল্পনাকে প্রসারিত করে, চিন্তাকে শাণিত করে এবং জ্ঞানের আলোয় আলোকিত করে। হাসনাত আবদুল্লাহ এমনই এক বইপ্রেমী, যিনি বইকে ভালোবেসে গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচয়। যিনি সবার কাছে পরিচিত ‘বুকিশ হাসনাত’ নামে।

বইয়ের প্রতি তার ভালোবাসা কেবল নিজস্ব সীমাবদ্ধতায় আটকে নেই; বরং তিনি চেষ্টা করছেন পুরো সমাজে বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে। তার বই রিভিউ, গবেষণাধর্মী কনটেন্ট এবং পাঠকদের প্রতি উৎসাহের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় বুক রিভিউয়ার ও বইপ্রচারক।

হাসনাতের জন্ম বিংশ শতাব্দীর শুরুতে, কুমিল্লার মুরাদনগর উপজেলার কুলুবাড়ি গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস-এ সিরামিক ইন্জিনিয়ারিং শেষ বর্ষে অধ্যয়নরত আছেন।

হাসনাতের বইয়ের প্রতি আগ্রহ জন্মেছিল শৈশবেই। তার বাবার সংগ্রহে ছিল অসংখ্য বই। সেখান থেকে যখন যা মন চাইত তা-ই পড়া হতো। এভাবে বইয়ের প্রতি এক অন্তহীন টান তৈরি হয়।

তবে জীবনে বড় পরিবর্তন আসে সপ্তম শ্রেণিতে পড়ার সময়। এক বন্ধুর কাছ থেকে ধার করে পড়া তিনটি বই তার জীবনে পরিবর্তন আনে। তখন থেকেই তিনি বই সংগ্রহ করা শুরু করেন এবং বিভিন্ন ধরণের বই পড়তে শুরু করেন—উপন্যাস, ইতিহাস, ধর্মীয় গ্রন্থ, আত্মজীবনী, রাজনীতি, দর্শন।

কিন্তু তার বইয়ের প্রতি আসক্তি নতুন মাত্রা পায় করোনা মহামারির সময়ে। যখন সারা বিশ্ব থমকে ছিল, তখন হাসনাত বইয়ের মধ্যে নিজের মুক্তির পথ খুঁজে নেন। প্রতিদিন বই পড়ে, নিজের জ্ঞানকে আরো বিস্তৃত করতে থাকেন।

২০২২ সালে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসার পর তার জীবন এক নতুন মোড় নেয়। ঢাকার বইপ্রেমীদের সংগঠন ও বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হন। তখন থেকেই তার মাথায় আসে—নিজের পাঠ-অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেওয়া উচিত।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


হঠাৎ একদিন ভাবলেন, যেসব বই তিনি পড়ছেন, সেগুলোর রিভিউ দিলে কেমন হয়? এই চিন্তা থেকেই গুলিস্তান থেকে মাত্র ৩০০ টাকায় একটা মাইক্রোফোন কিনে বই নিয়ে ভিডিও বানানোর কাজ শুরু করেন।

প্রথম দিকে মানুষ হাসাহাসি করত, কিন্তু তিনি হাল ছাড়েননি। মোবাইলের সাধারণ ক্যামেরা দিয়ে কাজ চালালেও, ধীরে ধীরে ভিডিওর মান উন্নত করতে থাকেন।

এক সময় তার রিভিউ ও বই-বিষয়ক কনটেন্ট জনপ্রিয় হতে শুরু করে। তার সাবলীল উপস্থাপনা, গভীর বিশ্লেষণ, এবং গল্প বলার অভিনব কৌশল দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়।

বর্তমানে ‘Bookish Hasnat’ নামে তার ফেসবুক পেজ হাজারো পাঠকের প্রিয় এক নাম। সেখানে তিনি নিয়মিত বই পর্যালোচনা, লেখকদের সাক্ষাৎকার, বইমেলা কভারেজ, স্টোরিটেলিংসহ বই সম্পর্কিত বিভিন্ন কনটেন্ট তৈরি করেন।

হাসনাত আবদুল্লাহ বই নিয়ে যে কাজগুলো করেন, তার মধ্যে উল্লেখযোগ্য—

১. বুক রিভিউ : প্রতিটি বই পড়ার পর তিনি এর ভালো-মন্দ দিক তুলে ধরেন, কেন বইটি পড়া উচিত বা উচিত নয়, তা পাঠকদের জানান। তবে তিনি সবসময় ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন, কোনো পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি রাখেন না।

২. বুক-রিলেটেড কনটেন্ট : এখানে তিনি পাঠক, লেখক ও প্রকাশকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, বইয়ের প্রতি পাঠকদের আগ্রহী করার জন্য মজার উপস্থাপনার মাধ্যমে কনটেন্ট তৈরি করেন।

৩. স্টোরিটেলিং : তিনি বিভিন্ন জনপ্রিয় গল্প বা উপন্যাসের প্রিয় অংশ পড়ে শোনান, যাতে পাঠকদের বই পড়ার আগ্রহ আরো বেড়ে যায়।

৪. লেখকদের সাক্ষাৎকার : একজন লেখকের মনোভাব, তার লেখা শুরু করার কারণ ও প্রক্রিয়া তুলে ধরার জন্য তিনি লেখকদের সাথে আলোচনা করেন এবং তাদের গল্প পাঠকদের সামনে তুলে ধরেন।

৫. বুক-রিলেটেড ইনফরমেশনাল ডকুমেন্টারি : বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও স্থানকে কেন্দ্র করে তথ্যবহুল কনটেন্ট তৈরি করেন, যেমন বাংলাবাজারের সঙ্গে বইয়ের সম্পর্ক, নীলক্ষেতে বই বিক্রির ইতিহাস ইত্যাদি।

৬. বইমেলা ভিত্তিক কনটেন্ট : বইমেলায় পাঠক, লেখক ও প্রকাশকদের সাথে মজার প্রশ্নোত্তর পর্ব, রিলস, লাইভ সেশন ও ডকুমেন্টারি তৈরি করেন।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ তিনি নবীন ও প্রবীণ লেখকদের বই নিয়ে কাজ করেছেন। বিভিন্ন লেখকের সাক্ষাৎকার নিয়েছেন এবং বইপ্রেমীদের জন্য দারুণ সব কনটেন্ট তৈরি করেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন’ তাকে বুক রিভিউয়ার ক্যাটাগরিতে ‘সেরা বুক রিভিউয়ার’ সম্মাননা দিয়েছেন।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বজ্রপাতে প্রাণ গেল ছোট ভাইয়ের, গুরুতর আহত বড় ভাই

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আধিপত্য বিস্তারে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝