শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু ও মাটি ব্যবস্থা আইনে দায়েরকৃত মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার তন্তর গ্রামের আবু সুফিয়ান, নাকুঁগাও চারআলী গ্রামের রতন মিয়া, হাতিপাগার গ্রামের মালেক, একই গ্রামের মতি ও কালাকুমা গুচ্ছগ্রাম গ্রামের হারুন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ৫ আসামিকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে৷
কেকে/ এমএস