মানিকগঞ্জের সিঙ্গাইরে ক্রিকেট সামগ্রী নিয়ে স্কুলের খুদে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা ও সিঙ্গাইরের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ‘দ্য প্লাস্টিসিটি’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ‘দ্য প্লাস্টিসিটি’ কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুল ও জয়মন্টপ ইউনিয়নের জেনিথ মডেল স্কুলের খুদে শিক্ষার্থীদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেন জাভেদ ওমর ও মিজানুর রহমান।
জাভেদ ওমর বেলিম বলেন, একজন বাচ্চা খেলতে চায়, কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না। তাদের বিকাশের জন্য সামান্য সামগ্রী-ই যথেষ্ট। এখন বাবা-মা সন্তানদের মোবাইল দিয়ে বসিয়ে দেন। মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলায় যুক্ত হলে মেধা বিকাশ হবে। এই ক্ষুদ্র প্রয়াসে সামাজ সেবামূলক বিভিন্ন ভালো কাজগুলো করে যেতে চাই।
এ সময় আরো বক্তব্য রাখেন, ’দ্য প্লাস্টিসিটি’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা মো. মিজানুর রহমান, মর্নিং গ্লোরি মডেল স্কুলের পরিচালক মো. ফারুক আহমেদ, জেনিথ কিন্ডার গার্টেনের পরিচালক মো. আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. সাইফুল ইসলাম তানভীর ।
এ সময় উপস্থিত ছিলেন, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মো. আবুল কালাম আজাদ, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, সিঙ্গাইর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান বিশ্বাস, সাবেক সভাপতি মো. কোহিনুর ইসলামসহ স্থানীয় মুরুব্বি, খুদে শিক্ষার্থীরা।
কেকে/এএম