মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের সিংড়া বিহারীলাল সিকদার ডিগ্রি মহাবিদ্যালয়ের দুর্নীতির তথ্য নিয়ে প্রতিবেদন করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর মাগুরা জেলা প্রতিনিধি এইচ এম রাজীবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে করা প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে এ হুমকি দেওয়া হয়।
সাংবাদিক এইচএম রাজীব অভিযোগ করে বলেন, আমি (এইচ এম রাজিব) ও আমার ক্যামেরাম্যান (জাহাঙ্গীর আলম মধু) শালিখা উপজেলার সিংড়া বিহারীলাল শিকদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকানন্দ শিকদার ৫ তারিখের পরে থেকে কলেজে না এসেও বেতন তুলে নিচ্ছেন এবং অধ্যক্ষের অনুপস্থিতিতে কতিপয় শিক্ষক বেতন পাচ্ছেন না, পাশাপাশি প্রতিষ্ঠানটা জাতীয়করণের সময় আড়পাড়া-সিংড়া দূরত্বের মিথ্যা তথ্য দিয়ে জাতীয়করণ করা হয়েছে মর্মে একটি অভিযোগ পেয়ে ওই কলেজে যায় এবং ওই কলেজের কতিপয় শিক্ষক ও স্থানীয়দের বক্তব্য চ্যানেল এস-এর মাধ্যমে লাইভ কাস্ট করছে যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমর্থক Md Minarul, Raisul Hoque Rahat এবং Aryan khan Miran (ফেসবুক আইডি) নামে কতিপয় ব্যক্তি আমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি, দেখে নেওয়ার হুমকি এবং আমি সাংবাদিকতা কীভাবে করি সেটাও দেখে নেওয়ার হুমকি দেয়।
তিনি আরো বলেন, এ ব্যাপারে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে শালিখা থানা ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ বা সাধারণ ডায়রি পায়নি পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমএস