মুন্সীগঞ্জের গজারিয়ায় অপারেশন ডেভিল হান্টে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাসির সরকারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল পৌণে চারটায় তার নিজ গ্রাম ভবেরচর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাসির সরকার (৪৯) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত বছরের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার বিষয়টি স্বীকার করেছেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে তাকে আটক করা হয়েছে। তিনি গজারিয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, বিস্তারিত পরে জানাবো।’
কেকে/ এমএস