শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫,
৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস       হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের      কর্মবিরতি স্থগিত, একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল      জামায়াত আমিরের স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা      অনিশ্চিয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল       দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার      হৃদয়ের বীরত্বগাথা সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ      
গ্রামবাংলা
প্রকৌশলীর জন্য থমকে কার্যক্রম, জনভোগান্তি চরমে
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১১ পিএম  (ভিজিটর : ১৫২)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় সহকারী প্রকৌশলী, সার্ভেয়ারসহ গুরুত্বপূর্ণ ১১১টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন যাবত।বাঞ্ছারামপুর পৌরসভায় মোট পদের সংখ্যা ১১৪টি। তবে বর্তমানে মাত্র ১১জন কর্মকর্তা-কর্মচারী জোড়াতালি দিয়ে নিজস্ব জমি থাকা সত্বেও ভাড়াবাড়িতে চলছে ‘খ’ শ্রেণির বাঞ্ছারামপুর পৌরসভা।

বিশেষ করে অতি জরুরি ভিত্তিতে একজন সহকারী প্রকৌশলী জন্য থমকে আছে প্রায় ২ কোটি টাকার ৭ থেকে ৮টি টেন্ডার প্রক্রিয়া।

খুব শীঘ্রই যদি এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা না যায়, তাহলে দেশি-বিদেশি বরাদ্দকৃত এই টাকা ফিরিয়ে নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে। কারণ, টেন্ডার প্রক্রিয়ায় সহকারী প্রকৌশলীর সাক্ষরসহ অনুমোদন লাগে।

কয়েকশ ফাইল জমেছে বাড়ি নির্মাতাদের। অনুমোদন হচ্ছে না। করা যাচ্ছে না রাস্তা, ড্রেন নির্মাণ কাজ। এমনকি টেন্ডারও আহ্বান করা সম্ভব হচ্ছে না। এতে একদিকে যেমন ভোগান্তি পোহাচ্ছেন নাগরিকরা, তেমনি যে ১১ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদের কাজ করতে রীতিমতো হিমশিম খেতে  হচ্ছে ।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার সহকারী প্রকৌশলী বদলি হয়ে যান প্রায় এক বছর আগে। সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী বদলি হয়েছেন ৬ মাস আগে। সহকারী প্রকৌশলী ও শহর পরিকল্পনাবিদ নেই দীর্ঘদিন ধরে। প্রকৌশলী ও শহর পরিকল্পনাবিদ না থাকায় পৌর এলাকার বাড়ি নির্মাতারা প্ল্যান অনুমোদন নিতে পারছেন না। কয়েকশ ফাইল জমে আছে। রাস্তা, ড্রেনসহ উন্নয়ন কাজগুলোর টেন্ডার করা যাচ্ছে না।

 মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এ ব্যাপারে জানান, আমি সর্বশেষ চলতি বছরের শুরুতে (গত ৯ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগে প্রকৌশলীসহ বেশ কয়েকটি জরুরি শূণ্য পদের জন্য চাহিদা পত্র দিয়ে সেগুলো পূরণের জন্য আবেদন করি, কিন্তু আজও সেটি পূরণ করা হয়নি।

জানা গেছে, প্রায় ১ বছর আগে সহকারী প্রকৌশলী বদলি হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে পদায়ন করা হয়নি। বর্তমানে একজন উপ-সহকারী প্রকৌশলী ছাড়া পৌরসভায় কোনো প্রকৌশলী নেই। ফলে বিশ্বব্যাংক, বিএমডিএফ, ইউজিএফ-৩, এডিবিসহ পৌরসভার নিজস্ব অর্থায়নে যে কাজ করার কথা সব মুখ থুবড়ে পড়ে আছে।

তিনি বলেন, এ সব কাজ বন্ধ থাকায় জনমনে বিরূপ প্রভাব পড়ছে। সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কয়েকশ বিল্ডিং নির্মাণের ফাইল পড়ে আছে অনুমোদনের জন্য। প্রকৌশলী না থাকায় তাও করা যাচ্ছে না। এ অবস্থায় অনেক বিল্ডিং নির্মাতা অনুমোদন না নিয়েই কাজ শুরু করেছেন। এতে পৌরসভা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি যথাযথ তদারকি না থাকায় জনজীবনের ঝুঁকিও বাড়ছে।

পৌরসভার কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, পৌরসভাটি ২০১৩ সালে প্রতিষ্ঠাকালে মাত্র ৩২ হাজার ১০৫ জন পৌর নাগরিক ছিলেন। দিনে দিনে বেড়েছে এর আয়তন, বেড়েছে এর জনসংখ্যাও। ‘খ’ শ্রেণির এ পৌরসভা বর্তমানে ১৬ দশমিক ৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃতি লাভ করেছে। ৯টি ওয়ার্ডের প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করছেন এখানে।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেফতার ৪
শরীয়তপুরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের

সর্বাধিক পঠিত

দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
অযত্ন অবহেলায় রৌমারীর প্রথম শহিদ মিনার
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
কাপাসিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারামপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝