রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
‘আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:১৭ এএম  (ভিজিটর : ১২৭)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, মানবতার সার্বিক মুক্তির জন্যে ইসলামের বিজয় অপরিহার্য। শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত, শ্রমিকরা দুমুঠো ডাল-ভাত খেয়ে শান্তিতে থাকতে চায়। বাংলাদেশের সাধারণ মানুষ বিলাসি নয়, এদেশের রাজনৈতিক ব্যক্তিরা উচ্চাভিলাষী। তাদের কোটি কোটি টাকার সম্পদ করে আর বিদেশে গিয়ে বাড়ি করে। আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই এবং জনগণ জামায়াতে ইসলামীকে সেই সাজানোর দায়িত্ব দিতে চায়।

গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, আপনারা যদি নতুন বাংলাদেশ চান, পরিবর্তিত বাংলাদেশ চান, তাহলে দেশ পরিবর্তনের আগে ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনকে পরিবর্তন করতে হবে। চরিত্রকে সংশোধন করতে হবে।

পরে তিনি জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুককে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত জামায়াত নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে পরিচয় করিয়ে দেন তিনি। দীর্ঘ দেড়যুগ পর খোলা মাঠে চকরিয়া জামায়াতের কর্মী সম্মেলন কর্মসূচীতে প্রায় পনের সহস্রাধিক নেতাকর্মীর ঢল নামে। ফিরে আসে প্রাণচাঞ্চল্য।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে কেউ স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে প্রমাণ করতে পারেনি, বরং উল্টো স্বৈরাচার হাসিনা ও তার দল আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি প্রমাণিত হয়েছে। যে কারণে শেখ হাসিনাসহ তাদের অন্তত তিন শতাধিক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। প্রাকৃতিক সম্পদশালী বাংলাদেশকে ইসলাম বিরোধী ও আওয়ামী লীগ ধ্বংস করেছে। তারা দরবেশ বাবার মাধ্যমে দেশের অধিকাংশ ব্যাংককে দেউলিয়া করছে।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার আমীর জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক থানা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর ছাবের আহমেদ ফারুকী, দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম, মাতামুহুরী থানার সেক্রেটারি হোসনে মোবারক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান প্রমুখ।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ জামায়াতে ইসলামী   কর্মী সম্মেলন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝