খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী নিয়ে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে সরদার পাড়া এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভ মিছিলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় তারা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল’, ‘ছাত্রদল হামলা করে, ইন্টেরিম কি করে’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘কুয়েটের ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা উপাচার্যের কাছে দাবি জানান কেউ যদি লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেই শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনতে হবে ।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাম্পাসের ভেতরে অথবা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ক্যাম্পাসের বাইরে যদি কেউ লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি করেন, তবে তাদের বহিষ্কার করা হবে। এই সিদ্ধান্তটি পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে।
কেকে/ এমএস