অপারেশন ডেভিল হান্ট অভিযানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলম বিদিতর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি চাঁন মিয়া (৪৩) আটক হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে তাকে গঙ্গাচড়া বাজার থেকে আটক করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
চাঁন মিয়া উপজেলার আলম বিদিতর ইউনিয়নের মন্ডল এর হাট এলাকার মোঃ মনতাজ উদ্দিন এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, চাঁন মিয়ার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃংখলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসম্মুক্ষে প্রচারনা চালানো সহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এআর