বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া পূরণের প্রতিশ্রুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মানববন্ধন করেছে বিএডিএস মেটারনিটি হাসপাতালের কর্মকর্তা কর্মচারিরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএডিএস এর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সহকারী পরিচালক ডা. মো. ফয়সাল আবেদিন রাকিব গণমাধ্যামকে জানান, বাংলাদেশ এসোসিয়েশন ফর ভলান্টারি স্টেরিলাইজেশন (বিএভিএস) সরকারের তত্ত্বাবধানে পরিচালিত একটি যাহা দেয় প্রদানকারী প্রতিষ্ঠান। সংস্থাটি বর্তমানে ১৮টি শাখার মাধমে সারা দেশের বৃহত্তর জনগোরীতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় বিএডিএস সরকারের পক্ষ থেকে ১৯৯৯ সালে “প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড বার লাভ করেছে।
তিনি জানান, ৫ ফেব্রুয়ারি পরবর্তী সময় হতে প্রশাসক বিএভিএস প্রধান কার্যলয়ে না এসে অজ্ঞাত স্থান হতে অফিসিয়াল নথি ও স্মারক ব্যবহার না করে “WhatsApp” এর মাধমে বিভিন্ন প্রকার হয়রানি মূলক প্রশাসনিক পত্র প্রেরণ করছেন। ফলে দেশের স্বাস্থ্য সুরক্ষা সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারিদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। বর্তমান প্রশাসক মাজহারুল ইসলাম এর স্বেচ্ছাচারি এবং দায়িত্বহীনতার কারণে সংস্থার প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। প্রশাসকের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কর্মচারীবৃন্দ গত পঁয়তাল্লিশ দিন যাবত সংস্থাটির প্রধান কার্যালয়ে (৭/৫/১, সেকশন ২, মিরপুর, ঢাকা) অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বলে জানান তিনি।
এই সময়, কর্মচারিদের আট মাসের বকেয়া বেতন-ভাতাদি প্রদান করার দাবী জানান। এছাড়া আওয়ামী ফ্যাসিবাদের দোসর বিএডিএস এর সাময়িক বরখাস্তকৃত উপপরিচালক (অর্থ) মোঃ নজরুল ইসলাম-কে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবী জানাানো হয় মানববন্ধনে।
কেকে/এআর