চামচাবিহীন নেতা মতি মিয়ার ব্যালট লুট হয়ে যাওয়ার কারণে নির্বাচনে পরাজয় কিংবা পশুরা হাট জমিয়ে নানান বিবেচনায় মানুষ কেনাবেচা করছে—রাজনীতি আর স্যাটায়ারসমৃদ্ধ সৈয়দ মেহেদী হাসানের ছড়ার বই ‘উল্টো রাজার দেশে’ মেলায় এসেছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মেলার ১৮তম দিন থেকে বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ২৬৫ নম্বর স্টল, প্রকাশনা প্রতিষ্ঠান দশমিকে।
উল্টো রাজার দেশে সৈয়দ মেহেদী হাসানের চতুর্থ বই। বইটিতে এমন একটি রাজ্যের সন্ধান পাওয়া যায় যেখানে দুর্নীতি, অবক্ষয় আর স্বেচ্ছাচারিতার কারণে সবকিছু ওলটপালট হয়ে থাকে।
দশমিক প্রকাশনীর স্বত্ত্বাধিকারি দীপান্ত রায়হান জানান, উল্টো রাজার দেশে বইটি আশা করছি পাঠকের কাছে ভালো লাগবে। বইয়ের প্রতিটি ছড়ার ব্যাঞ্জনা পাঠককে একএকটি প্রেক্ষাপটের চিত্র তুলে ধরবে।
কেকে/এএস