শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫,
৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস       হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের      কর্মবিরতি স্থগিত, একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল      জামায়াত আমিরের স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা      অনিশ্চিয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল       দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার      হৃদয়ের বীরত্বগাথা সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ      
গ্রামবাংলা
ছুটি না পেয়ে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ
ইসমাইল হোসেন মিলন,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৪ পিএম  (ভিজিটর : ১০৯)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ছুটি চেয়ে ছুটি না পেয়ে চিকিৎসার অভাবে লিজা আক্তার (২৪) নামের এক অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ তুলে আন্দোলন ও বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের গার্মেন্টস শ্রমিকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল হতে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ করেন শ্রমিকরা। 

জানা গেছে, আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেলস্ নামক গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিক লিজা গত মঙ্গলবার কাজ করাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়া সত্বেও গার্মেন্টস কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দিতে অসম্মতি জানান। এরপর ওই শ্রমিক ধারাবাহিকভাবে কাজ করতে থাকা অবস্থায় শরীরের অবনতি ঘটলে রাত ৯ টার পরে তাকে তাৎক্ষতণিক নারায়ণগঞ্জস্থ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সহকর্মী শ্রমিকের মৃত্যুর সংবাদের ক্ষোভে আজ কর্মরত প্রায় ৫ শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে গার্মেন্টস প্রাঙ্গণে বিক্ষোভ করেন। 

আন্দোলনরত শ্রমিকদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, অসুস্থ হওয়া সত্বেও লিজাকে দিয়ে কাজ করিয়েছিলেন মালিকপক্ষ। একপর্যায়ে বেশি অসুস্থতা চোখে পড়লে বাধ্য হয়ে হাসপাতালে পাঠান। এই মৃত্যুর বিচার না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন বলে হুশিয়ারি দেন। 

এ বিষয়ে জানতে অনন্ত এ্যাপারেলসের এডমিন ম্যানেজার নাজমুল হক বলেন, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি এটা পুরোপুরি মিথ্যা। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করে। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলে গেছি এবং তারা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছেন। যাবতীয় খরচও আমরাই বহন করেছি। আমরা সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামে শ্রমিকরা। পরিস্থিতি এখন স্বাভাবিক। আর আজকের জন্যে আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছি।

এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জি.এম মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, গতকাল ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি। অসুস্থ হওয়া সত্বেও মালিক পক্ষ ছুটি দিতে অসম্মতির অভিযোগ সম্পর্কে আপনি জানেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলে, এই অভিযোগটা আন্দোলনরত শ্রমিকরা করেছেন। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা এই বিষয়টা খতিয়ে দেখবো। তদন্ত করা হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেফতার ৪
শরীয়তপুরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০

সর্বাধিক পঠিত

দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
মোরেলগঞ্জে হাসপাতালের হিসাব রক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
কাপাসিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝