চট্টগ্রামের আনায়ারা উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্বদ্ধুকরণ কর্মশালা অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ উদ্ব্ধুকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবস চন্দ্র চন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ব্যবস্থাপনা (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধিগণ, মৎসবজীবিগণ, মাছ ঘাটের ঘাট প্রতিনিধিগণ ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় হালদা নদীর অবৈধ জবলসমূহ ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছে উপাদন বৃদ্ধির জন্য ভূমিকা অপরিসীম। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনস্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বৃক্ষ নিধন রোধ ও বনায়ন, বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করা নদীর যাতে দূষণ না হয় এই বিষয় গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে এবং সুদূরপ্রসারি ফলাফল সম্পর্কে আলোকপাত করা হয়।
কেকে/ এমএস