গাইবান্ধার সুন্দরগঞ্জে আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ।
দশম শ্রেণির শিক্ষার্থী মুহতারিমা জাহান মুগ্ধ ও রাহি মনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল হাদী, অগ্রণী ব্যাংক পিএলসি সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক সৈয়দ জহুরুল হক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি মো. নাজির হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজন তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।’
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া জরুরি। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং সুস্থ দেহ ও মন গঠনে সহায়তা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করছে। তাদের এই সাফল্য আমাদের গর্বিত করে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। বিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অনুভূতি তুলে ধরতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া আক্তার বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি খুবই আনন্দিত। এটি আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
কেকে/ এমএস