৯০-এ খালেদা জিয়া এবং ২৪-এ তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে এবং দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে করা আন্দোলন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীন হয়েছে। পলাতক স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করে অন্যায় অবিচারের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করেছিল। বিনা বিচারে নিজের প্রয়োজনে ক্ষমতা টিকে থাকার জন্য ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে।
স্কুলের গর্ভনিং বডির সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল মমিন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেনসহ অনেকে।
কেকে/এজে