হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জান যায়, উল্লেখিত স্থানে (হবিগঞ্জ ল-১১-৫৪৬৮) নাম্বারের মোটরসাইকেল আরোহীদের অজ্ঞাত এক ট্রাক চাপা দিয়ে চলে গেলে অপরদিক থেকে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেল আরোহীদের উপর দিয়ে চলে যায় এতে ঘটনা স্থলে মোটরসাইকেলে থাকা এক যুবক নিহত হয়। মোটরসাইকেল থাকা অন্যজন গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদয় হাসপাতাল প্রেরণ করেন।
নিহত যুবক শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাম্মণন্ডুরা গ্রামের বেনু মিয়ার পুত্র সুয়েম মিয়া (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়ক আধাঘন্টার মত বন্ধ ছিল হাইওয়ে পুলিশ যাওয়ার পর সড়কটি স্বাভাবিক হয়। আহত ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস