নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশে পিস্তল দিয়ে প্রতিপক্ষের উপর গুলি ও হামলা করে ২ যুবককে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাড়িয়া ছনির সিরাজ আহমেদের ছেলে শামীম আহমেদ বলেন, রূপগঞ্জ থানাধীন টেকনোয়াদ্দা মৌজার আর.এস-২৩নং দাগে ২২ শতাংশ সম্পত্তি ক্রয় ও বায়না সূত্রে মালিক হিসেবে ভোগ দখলে রয়েছি। কিন্তু সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুন উর রশিদ জোরপূর্বকভাবে দখল করার উদ্দেশ্যে আরো অজ্ঞাতনামা ৭/৮ জন বেআইনী জনতাবদ্ধে হাতে ধারালো রামদা, পিস্তল, ষ্টীলের এসএস পাইপ ইত্যাদি সহকারে আমার জমির সীমানার মধ্যে অনাধিকার প্রবেশ করে।
এ সময় আমরা মৌখিক বাঁধা দিতে গেলে হারুন অর-রশিদ তার হাতে থাকা পিস্তল দ্বারা আমাকে লক্ষ্য করিয়া খুন করার উদ্দেশ্যে গুলি করিলে উক্ত গুলি আমার সাথে থাকা রাসেল আহম্মেদ (৩৩) এর পায়ে লাগে। এতে তার ডান পায়ের হাটুর নীচে গুরুতর জখম হয়। এর আগে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাকে খুন করার উদ্দেশ্যে ষ্টীলের এসএস পাইপ দ্বারা আমার মাথায় আঘাত করিলে উহা লক্ষ্যভ্রষ্ট হইয়া আমার বাম পায়ের হাটুতে লাগিয়া মারাত্মক হাড়ভাঙ্গা জখম হয়।
পরে ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে প্রাননাশের হুমকি দিয়ে অজ্ঞাতনামা প্রাইভেটকার যোগে পালিয়ে যায়। এতোক্ষণে আমার সাথে থাকা রাসেল আহম্মেদ লোকজনের সহায়তায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি হই।
এ বিষয়ে অভিযুক্ত হারুন উর রশিদের মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত চলছে।
কেকে/এআর