‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মির্জাপুর ইউনিয়নকে পরাজিত করে বলরামপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী আিফসার মো. শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে তারুণ্যের উৎসবের গুরুত্ব নিয়ে খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মো. খাদেমুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ এনাম, ম্যান অব দ্য সিরিজ মানিক, সেরা ব্যাটসম্যান সোহাগ, সেরা বলার সজিব ও সেরা ফিলডার লাম কে পৃথক পৃথকভাবে পুরস্কৃত করা হয়।
এ ছাড়াও খেলার সঙ্গে সংশ্লিষ্টদেরও শুভেচ্ছা পদক প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীগণ।
কেকে/এএস