শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে শুরু হয়েছে স্পোর্টস উইক ‘ইন্ডোর ব্যাটল ২০২৫’। আসরের আয়োজন করছে বিভাগটির ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ‘স্পোর্টস উইক’ উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
মিছিল শেষে বিভাগটির ২০৪ নম্বর কক্ষে ফিতা কেটে খেলার উদ্বোধন করেন বিভাগটির অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক নাদিয়া হক, সহকারী অধ্যাপক নাসরিন হক, সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান খান ও সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী অয়ন।
আয়োজকেরা জানান, আজ বৃহস্পতিবার শুরু হওয়া এবারের আসর আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যেখানে বিভাগটির বিভিন্ন ব্যাচের ২ শতাধিক শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মচারীরা অংশ নিচ্ছেন। খেলাগুলোর মধ্যে থাকছে শর্ট পিচ ক্রিকেট, ডার্ট, উনো, চেজ, সিঙ্গেল লুডু, ডাবল লুডু, বিগ-২, কল ব্রিজ ও ই-ফুটবলের মতো খেলা।
এ বিষয়ে বিভাগটির প্রধান অধ্যাপক ড. আল আমিন বলেন, ‘খেলাধুলা’ সহশিক্ষা হিসেবে শিক্ষার্থীদের উৎফুল্ল রাখতে সহযোগিতা করে। সমাজবিজ্ঞান বিভাগ সবসময় এ ধরণের কার্যক্রমকে গুরুত্ব দেয় এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে থাকে। এ ধরণের কার্যক্রমে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব ধরণের সহযোগিতা করা হবে।
কেকে/এএম