শেরপুরে নালিতাবাড়ীতে সামিউল হক স্পোর্টস একাডেমির ফুটবল দলের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আমিন রানা, সাবেক স্ট্রাইকার বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মো. সামিউল হকের সভাপতিত্বে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিকেএসপি ফুটবল খেলোয়াড় ও স্বাস্থ্য সম্পাদক বিকেএসপি ফুটবল অ্যাসোসিয়েশন শিবলী সাদিক বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ হাকাম হীরা সাবেক ফুটবলার খেলোয়াড় উপদেষ্টা সামিউল হক স্পোর্টস একাডেমি, অসীম দত্ত হাবুল সাবেক খেলোয়ার ও উপদেষ্টা সামিউল হক স্পোর্টস একাডেমি, আব্দুল মান্নান সোহেল সাবেক ফুটবল খেলোয়ার ও উপদেষ্টা সামিউল হক স্পোর্টস একাডেমি, প্রধান প্রশিক্ষক সাধন বসাক এএফসি-সি সার্টিফিকেট ফুটবল কোচ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দূর্জয় হাসান শাকিল, বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ছাত্রনেতা ইউসুফ আলী প্রমুখ।
জানা যায়, সামিউল হক স্পোর্টস একাডেমির এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন ১১ জন নারী ফুটবল প্রশিক্ষণার্থী এবং ৮৫ জন পুরুষ ফুটবল প্রশিক্ষণার্থী।
কেকে/এএম