চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ভ্রাম্যমাণ আদালতে মামলার সাক্ষী দেওয়ায় এক জামায়াত নেতাকে মারধর করে পা ভেঙ্গে দিয়েছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগান বাজার ইউনিয়নের শিকদারখিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতা মো. ইউনুস মিয়া সুমন (৪৮) বাগান বাজার ইউনিয়ন সাবেক ইউপি সদস্য ও ভূজপুর থানা জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
ঘটনার পরে স্থানীয়রা ইউনুসকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্ত বেলাল ড্রাইভার (৫৪) গত ১৬ জানুয়ারি বাগান বাজার এলাকায় বালির মহালে চাঁদাবাজির অভিযোগে উপজেলার নির্বাহী হাকিম পরিচালিত ভ্রাম্যমান আদালতে দণ্ডিত হয়ে এক মাস জেল খাটেন।
সম্প্রতি তিনি ছাড়া পেয়ে আদালতে সাক্ষী হওয়া ইউনুসের উপর ক্ষুদ্ধ হয়ে মারধর করেন। বেলাল ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য।
মো. ইউনুস মিয়া সুমন বলেন, দুপুরে ভূজপুর থেকে বাড়িতে ফেরার পথে শিকদারখিল এলাকায় পৌঁছালে চাঁদাবাজ বেলাল ড্রাইভার ও তার সাথে থাকা ৫-৬ জন বিএনপির ছেঁচড়া কর্মী সেদিন কেন মামলার সাক্ষী হয়েছি তা জানতে চেয়ে মারধর করে আমা পা ভেঙে দিয়েছে।
বাগান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একরামুল হক বাবুল বলেন, এখানে বিএনপির কোনো নেতাকর্মী অপরাজনীতি করতে পারেন না। চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই। যারাই এ ঘটনা করুক তাদের আইনের আওতায় আনতে হবে।
ভুজপুর থানা জামায়াতের সাবেক আমির মো. জিয়াউল হক বলেন, প্রশাসনের অনুরোধে ইউনুস মামলার সাক্ষী হয়েছেন। জামায়াতে ইসলামী বিষয়টি উদ্ধেগের সাথে লক্ষ্য করছে। আমরা এর তীব্র নিন্দা ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ছাড়া মেডিকেলে চিকিৎসাধীন ইউনুসের খোঁজ-খবর নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।
কেকে/এএম