রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা      বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি      ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান      বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      
গ্রামবাংলা
গোপালপুরে অভিনব পন্থায় পুকুরের মাছ শিকার
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম  (ভিজিটর : ৭৯)
সিপজাল দিয়ে পুকুরের মাছ শিকার। ছবি: প্রতিনিধি

সিপজাল দিয়ে পুকুরের মাছ শিকার। ছবি: প্রতিনিধি

পুকুর পাড়ে ছোট ছোট সিপজাল নিয়ে বসে আছে মাছ শিকারিরা, মাছ ধরার মনোরম দৃশ্য দেখার অপেক্ষায় উৎসুক জনতা। সবাই অপেক্ষায়, কখন আসবে মাছ ধরার নির্দেশনা। পুকুরের মালিক ২২০০ টাকা টিকেটে ৬০টি সিপজাল ফেলার অনুমতি দেয়, এতে তার আয় হয় ১লাখ ৩২ হাজার টাকা। লটারি মাধ্যমে প্রত্যেককে জাল ফেলার স্থান নির্ধারণ করে দেয়া হয়। পুকুরের চারপাশে ও মাঝ বরাবর মাচা বানিয়ে দেয়া হয়, দাঁড়িয়ে মাছ শিকারের জন্য । রেডি বলার সাথে সাথেই জাল ফেলানো শুরু, সংকেত দেওয়া মাত্রই চারদিকে জাল টানা শুরু হয়। মাছের ধরার মনোরম দৃশ্য দেখে অবাক দর্শনার্থী ও মাছ শিকারীরা, প্রত্যেকের জালেই উঠেছে মাছ ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আভুঙ্গী চরপাড়ার আরশেদ আলীর পুকুরে অভিনব মাছ শিকারের আয়োজন করা হয়।

পুকুর মালিক আরশেদ আলী বলেন, ‘দেখতে আনন্দ লাগছে উৎসাহ উদ্দীপনার মধ্যে সবাই মাছ ধরছে। এতে মাছ ধরার জন্য খরচ নেই। এমনিতে মাছ ধরে বাজারে মাছ বিক্রি করতে মৎস্যজীবীদের শতকরা ২০টাকা এবং আড়ৎদারদের টাকা দিতে হয়, তাই এই পদ্ধতি অবলম্বন করেছি। এতে স্বতঃস্ফূর্তভাবে মাছ ধরার পাশাপাশি মানুষ মাছ ধরার প্রতিযোগিতা উপভোগ করতেছে।’

মহিষমারা মৎস্য শিকারী সমিতির সভাপতি রইস উদ্দিন বলেন, ‘এখন বিলগুলোতে চায়না জালের কারনে মাছ পাওয়া যায় না, তাই সকলে মিলে পুকুরে মাছ ধরার উদ্যোগ গ্রহণ করেছি। সরকারের কাছে অনুরোধ অতি সত্বর চায়না জাল বন্ধ করুন।’

গারোবাজারের মৎস্য শিকারি তোফাজ্জল হোসেন বলেন, ‘এইভাবে মাছ শিকার করলে পুকুরের মালিক অনেক লাভবান হয়। পুকুরের মালিক আগেই নগদ টাকা হাতে পেয়ে যায়।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  গোপালপুর   অভিনব পন্থায় মাছ শিকার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘জাতিকে সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দিচ্ছে ছাত্রশিবির’
আইইবি’র উদ্যোগে আরবান ডেভেলপমেন্ট সেমিনার কাল
‘রাতের ভোট আর হতে দেব না’
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
ধর্ষণের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ করার দাবিতে মানববন্ধন

সর্বাধিক পঠিত

বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
টঙ্গীতে আ.লীগের নেত্রীসহ পাঁচজন গ্রেফতার
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
বোরো চাষে পানির মহা সংকটে কুষ্টিয়ার লক্ষাধিক কৃষক
পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝