শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে      তিন বিভাগে ৩ দিন বজ্রবৃষ্টির আভাস      খিলগাঁওয়ে স-মিলে আগুন      মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন: ড. ইউনূস      ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্য চাই’      রাসূল (সা.) এর কটুক্তিকারীর শাস্তির দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ      বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব তপন কুমার      
গ্রামবাংলা
মানিকগঞ্জে নাতির হাতে দাদি খুন
সিরাজুল ইসলাম শিরু, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৮ পিএম  (ভিজিটর : ৫০)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মো. জসিম উদ্দিন (২৭) নামে এক মাদকাসক্ত নাতির শেলো মেশিনের হ্যান্ডেলের হাতে জাহানারা বেগম (৭০) নামে এক দাদির মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের স্ত্রী।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, মাদকাসক্ত জসিমের সাথে স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। বৃহষ্পতিবার সকালে জিজেল চালিত ট্রাক্টরের হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যায় জসিম।

এ সময় দাদি জাহানারা বেগম তাদের ঝগড়া থামাতে আসলে জসিমের হাতে থাকা হ্যান্ডেলের আঘাতে দাদি জাহানারার আহত হয়।  

পরিবারের সদস্যরা আহত অবস্থায় জাহানারা বেগমকে দ্রুত প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মানিকগঞ্জ মেডিকেলে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাসিয়ালি কেষ্টপুর গ্রামের বাসিন্দা আদিল মাহমুদ বলেন, অভিযুক্ত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার আচার-আচরণ ছিল হিংস। সে প্রায় নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন এবং পারিবারিক ও সামাজিক অশান্তির জন্য দায়ী ছিলেন। তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। জসিমের এমন অব্যাহত অসামাজিক কর্মকন্ডই শেষ পর্যন্ত পারিবারিক কলহের রূপ নিয়েছিল।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫ শয্যা হাসপাতালের পাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায়  থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এতে মাদকাসক্ত জসিম উদ্দিনকে আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

কেকে/এএম






মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না: অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, নারীসহ নিহত ২
দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
টঙ্গীতে গ্রাহকের টাকা নিয়ে উধাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
পরকীয়ার জেরেই স্বামী সন্তানের হাতে বলি স্কুলশিক্ষিকা মিলি
নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝