যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে ৪ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে বইমেলার উদ্ভোধন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। শেখ শহিদুল ইসলাম, মোস্তাক আহমেদআবুল কাসেম।
এ ছাড়া অন্যান্য দিনের আলোচনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যারা অংশগ্রহণ করবেন তারা হলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সংযুক্ত ও বাসস-এর বিশেষ সংবাদদাতা এস এম রাশিদুল ইসলাম, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান কবি সায়ীদ আবুবকর, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক রুপালী রানী, খুলনা সরকারি বিএল কলেজের সহযোগী অধ্যাপক এমরান হোসেন, পাঁজিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, কেশবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, আবুল বাসেত মুকুল, কবি উন্মে হাবিবা মুসলিম মর্ডান একাডেমি ঢাকা, মীর কাসেম মোল্লা, সোহরাব হোসেন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, পানি গবেষক মহির উদ্দিন বিশ্বাস।
প্রতিদিনের উপস্থাপনায় থাকবেন সাংবাদিক সিদ্দিকুর রহমান, জয়নাল হোসেন জয়, মাসুদুজ্জামান মাসুদ, মামুন মৃধা, জাহাঙ্গীর আলম। ৪ দিনের বইমেলায় গাঁজিয়া শিল্পী সংঘ, মানকুমারী ফাউন্ডেশন, মনোজ-ধীরাজ একাডেমি, গোলাম আলী ফকির ফাউন্ডেশন,পাঁজিয়া ইনস্টিটিউটসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বইমেলায় অনেক অতিথি শিল্পী অংশগ্রহণ করবেন। কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, বইমেলা পাঁজিয়ার ইতিহাস ঐতিহ্য বহন করে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এ কামনা করি।
পাঁজিয়া বইমেলা উদযাপন কমিটির সভাপতি এম এ হালিম বলেন, ইতোমধ্যে মেলার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুলনা বিভাগের মধ্যে পাঁজিয়া বইমেলা সৃজনশীল বইমেলা অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।
কেকে/এএম