শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে      তিন বিভাগে ৩ দিন বজ্রবৃষ্টির আভাস      খিলগাঁওয়ে স-মিলে আগুন      মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন: ড. ইউনূস      ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্য চাই’      রাসূল (সা.) এর কটুক্তিকারীর শাস্তির দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ      বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব তপন কুমার      
রাজনীতি
অনিশ্চিয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল
আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৫ পিএম  (ভিজিটর : ৮৫)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিকে আর অনিশ্চিয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দিন। জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বিকেল তিনটায় সমাবেশ শুরুর আগে পবিত্র কোরান থেকে তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। তারপর নেতারা ৩১টি পায়রা উড়িয়ে ৩১ দফার উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করছে। একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশকে শেষ করে দিয়েছি। আমরা ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। এখন আমাদের দরকার এই সরকারকে সমর্থন করা।

লাকসাম মনোহরগঞ্জের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের সময় সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে লাকসাম মনোহরগঞ্জের মানুষ। রীতিমতো ভয়াবহ ত্রাসের সৃষ্টি করেছিলো এখানকার সাবেক মন্ত্রী তাজুল ইসলাম। সে এখন কোথায় পালিয়েছে কেউ জানে না। যারা অত্যাচার নিপিড়ন করে তারা হাসিনা ও তাজুল ইসলামের মত পালিয়ে যেতে হয়।

মির্জা ফখরুল বলেন, দেশ স্বাধীন করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তবে শেখ মুজিব সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। শেখ হাসিনা তার শাসনামলে সব শেষ করে দিয়েছে। কেউ ভোট দিতে পারেনি। ভোটের আগের রাতে সিল মেরে আওয়ামী লীগের সবাইকে নির্বাচিত করেছে। ২০২৪ সালের নির্বাচনটা ছিলো ডামি নির্বাচন। দেশের নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছিলো শেখ হাসিনা। এই সময় তারেক রহমান একটা স্লোগান দিয়েছিলো টেক ব্যাক। আরেকটা স্লোগান দিয়েছিল- ফয়সালা হবে রাজপথে। ঠিকই রাজপথে ফয়সালা হয়েছে।

স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া লাকসামের  বিএনপি নেতা হিরু হুমায়ূনের সন্তানদের কথা স্মরণ করিয়ে মির্জা ফখরুল বলেন, এমন ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছিলো। তার মধ্যে সিলেটের নেতা ইলিয়াসকে গুম করা হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে শেখ হাসিনা।

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তাই তাকে জেল খাটতে হয়েছে।

সংস্কারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মোটা কাপড়, মোটা ভাত মাথার উপর ছাদ এগুলোই হলো সংস্কার। এখন যে ব্যবস্থা চলছে তাতে শান্তি আসবে না। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে তাতেই সমাধান আছে। দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না।  

সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশে যখন আন্দোলন চলে তখন জনতার পাশে দাঁড়িয়েছিল সেনাবাহিনী।

নির্বাচনী রোডম্যাপ নিয়ে ফখরুল বলেন, যতটুকু সংস্কার দরকার, ততটুকু সংস্কার করেন। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দেন, ভোটের একটা রোডম্যাপ জনগণকে জানিয়ে দেন।

সভায় প্রধান বক্তার বক্তব্যে দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। আজ যারা ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য কাজ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি ড.ইউনূসকে তার নোবেল প্রাইজের জন্য নাগরিক  সংবর্ধনা দিয়েছে। আর শেখ হাসিনা ড. ইউনূসের বিরুদ্ধে মামলা দিয়েছে। বিশ্ববাসীর কাছে অপমান করেছে। তবে আপনার (ড. ইউনূস) বিপদের সময় বিএনপি পাশে দাঁড়িয়েছে।

বেগম খালেদা জিয়ার সততার কারণে নব্বইয়ের গণ আন্দোলন হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া  বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সততার কারণে।

বরকত উল্লাহ বুলু বলেন, এই লাকসামে গুম খুনের রাজনীতি শুরু করে শেখ হাসিনার মন্ত্রী তাজুল ইসলাম। এখানে বহু নেতাকর্মী আহত হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছে। এমন কোন নেতাকর্মী নেই যাদের বাড়িঘরে হামলা হয়নি। মামলা হয়নি। এখানে বাবার জানাযার নামাজ পড়তে দেয়া হয়নি।

বুলু বলেন, এই আন্দোলনে বিএনপির ৮ শতাধিক নেতাকর্মী আহত ও নিহত হয়েছে। বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। তারেক জিয়া ৩১ দফা দিয়েছে। এগুলো বিবেচনা করতে হবে।  

তিনি আরো বলেন, তিস্তাকে বাঁচাতে হলে দেশকে বাঁচাতে হলে জাতীয় নির্বাচন দরকার। স্থানীয় সরকার নয় আগে জাতীয় নির্বাচন হতে হবে। নয়তো দেশের মানুষ এসব মেনে নিবে না। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ইতিহাস সৃষ্টি করুন। যারা দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা রণাঙ্গনে বীর যোদ্ধাদের স্বীকার করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন গুম হওয়া বিএনপি নেতা হিরু ও হুমায়ূনের ছেলে শাহরিয়ার ও রাতুল।

এদিকে দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার  কুমিল্লার লাকসামে জনসভায় হাজারো নেতাকর্মীর ঢল নামে। জনসভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সমাজকল্যান সম্পাদক কামরুজ্জামান রতন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমদ মানিক, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু,

এছাড়া আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্ণেল অব. আনোয়ারুল আজীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।  এতে সভাপতিত্ব করেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক  মো. আবুল কালাম।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  অনিশ্চিয়তা   নির্বাচন   মির্জা ফখরুল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের জায়গা হবে না: অধ্যক্ষ মুন্তাজ আলী সরকার
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, নারীসহ নিহত ২
দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
টঙ্গীতে গ্রাহকের টাকা নিয়ে উধাও, সড়ক অবরোধ করে বিক্ষোভ
পরকীয়ার জেরেই স্বামী সন্তানের হাতে বলি স্কুলশিক্ষিকা মিলি
নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝